শুক্রবার, জানুয়ারী ২৪

বিসিবি থেকে পদত্যাগ করলেন রাসেল ডমিঙ্গো

0

স্পোর্টস রিপোর্ট: বাংলাদেশ ক্রিকেটে বোর্ড থেকে পদত্যাগ করেছেন রাসেল ডমিঙ্গো। তিনি আর বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে থাকছেন না। মঙ্গলবার রাতে পদত্যাগপত্র জমা দিয়েছেন।  বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, ডমিঙ্গো পদত্যাগ করেছে। কাল রাতেই তিনি আমাদের মেইলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। ২০১৯ সালের আগস্টে দুই বছরের জন্য বাংলাদেশ দলের প্রধান কোচ পদে দায়িত্ব নিয়েছিলেন এই দক্ষিণ আফ্রিকান। ২০২১ সালে সে চুক্তি বাড়ানো হয় ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। তার আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ডমিঙ্গো।

Share.