বিয়ের অনুষ্ঠানে পুলিশ, খাবার ফেলে অতিথিদের দৌড়, পালালেন বর-কনেও

0

বাংলাদেশ থেকে চট্টগ্রাম জেলা প্রতিনিধি: মহামারী করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকার কর্তৃক ঘোষিত নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে রীতিমতো কমিউনিটি সেন্টারে ৬০০ মানুষকে অতিথি করে ভাড়া করে চলছিলো বিয়ের অনুষ্ঠান। আয়োজনটি করা হয়েছিল চট্টগ্রামের রাউজানে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান বর-কনেসহ অতিথিরা।সোমবার (২৮ জুন) চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকার কর্ণফুলী কনভেনশন হলে এ বিয়ের আয়োজন করা হয়েছিল। বিয়ে আয়োজনের জন্য পুলিশের কাছে মুচলেকা দিয়ে পার পেয়েছে মেয়ের বাবা ও কমিউনিটি সেন্টার কর্তৃপক্ষ।পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে আনুমানিক পাঁচ-ছয়শ অতিথির উপস্থিতিতে সেখানে বিয়ের অনুষ্ঠান চলছিল। আমাদের দেখেই তারা যে যার মতো অনুষ্ঠানস্থল ছেড়ে যান। তাৎক্ষণিক অনুষ্ঠান বন্ধ করে দিয়ে কমিউনিটি সেন্টার কর্তৃপক্ষ এবং আয়োজকদের প্রথমবারের মতো সতর্ক করা হয়েছে।পুলিশ আরও জানিয়েছে, বিয়ের অনুষ্ঠানস্থলের সামনে গাড়ি দাঁড়াতেই হুলস্থুল পড়ে যায়। পুলিশ দেখে এদিক ওদিক ছোটাছুটি শুরু করে দেন সবাই। প্লেট, খাবার-দাবার, উপহার- সব ফেলে দৌড়ে পালিয়ে যান অতিথিরা। পালিয়ে যান বর রফিকুল ইসলাম এবং কনে শাহনাজ বেগমও।পরে ব্যবস্থাপক জামাল উদ্দিন বাদশা এবং পাত্রীর বাবা মো. জামাল উদ্দিনকে আটক করা হয়। তারা দুজন পুলিশের নিকট মুচলেকা দেন যে, সরকারি নিষেধাজ্ঞার মধ্যে তারা আর কখনো এমন অনুষ্ঠানের আয়োজন করবেন না। এরপর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।রাউজান থানার অফিসার ইনর্সাজ (ওসি) আবদুল্লা আল হারুন বলেন, পুলিশের চোখকে ফাঁকি দিয়ে একটি বিয়ের অনুষ্ঠান চলছিলো। সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আনোয়ার হোসেন শামীম বিষয়টি জানার পর ঘটনাস্থলে এসে সাথে সাথে বিয়ের অনুষ্ঠানটি বন্ধ করে দেন। বর এবং কনের পিতা মুচলেখা দেন সরকারি নিষেধাজ্ঞার মধ্যে আর বিযের আয়োজন করবেন না।

Share.