সোমবার, ডিসেম্বর ২৩

বিয়ের পরদিনই হাসপাতালে দীপঙ্কর

0

বিনোদন ডেস্ক: দীর্ঘদিন লিভইনের পর অভিনেত্রী দোলন রায়কে বিয়ে করার পরদিনই শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হলেন কলকাতার জনপ্রিয় অভিনেতা দীপঙ্কর দে। শুক্রবার সল্ট লেকের বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয় ৭৫ বছর বয়সী দীপঙ্করকে। তার স্ত্রী দোলন আনন্দবাজারকে বলেন, “ও দীর্ঘ দিন ধরেই সিওপিডি-তে আক্রান্ত। আজ বিকেল বেলা হঠাৎই শ্বাসকষ্ট শুরু হওয়ায় আমরা হাসপাতালে নিয়ে যাই। এই মুহূর্তে আইসিইউতে রয়েছে।” তবে দীপঙ্করের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। গত বৃহস্পতিবারই বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছিলেন দীপঙ্কর ও দোলন। বর্তমানে ৪৯ বছর বয়সী দোলন ২০ বছর ধরে দীপঙ্করের সঙ্গে এক সঙ্গে থাকছিলেন। অনেকের চোখে অসম এই সম্পর্কের জন্য নানা গঞ্জনা সহ্য করতে হয়েছিল অভিনেত্রী দোলন রায়কে। দীপঙ্কর ও দোলনের বিয়ের আসর ছিল ছিমছাম। হাইল্যান্ড পার্কের পাশে একটি রেস্তোরাঁয় এই অনুষ্ঠানে ছিলেন কেবল নাট্যকার ও অভিনেতা ব্রাত্য বসু, সৌমিত্র মিত্র, ধ্রুব কুণ্ডু, শীর্ষ সেন ও লেখক-সাংবাদিক রঞ্জন বন্দ্যোপাধ্যায়সহ কয়েকজন।

Share.