বুধবার, জানুয়ারী ২২

বুধবারের মধ্যেই জামায়াত-শিবির নিষিদ্ধ হচ্ছে: আনিসুল হক

0

ঢাকা অফিস: নির্বাহী আদেশে আগামীকাল বুধবারের (৩১ জুলাই) মধ্যেই রাজনীতি থেকে নিষিদ্ধ হচ্ছে জামায়াত-শিবির। বিষয়টি নিশ্চিত করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। আজ মঙ্গলবার (৩০ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, জামায়াতকে নিষিদ্ধে আইনগত দিক খতিয়ে দেখতে আজ বিকেলে বৈঠক হবে। রাজনীতি থেকে জামায়াত-শিবিরকে নিষিদ্ধের ব্যাপারে এর আগে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ১৪ দলের বৈঠকে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের যে সিদ্ধান্ত হয়েছে, আইনগত দিন ভালোভাবে দেখে তা বাস্তবায়ন করবে সরকার, যাতে আইনের ফাঁকফোকর দিয়ে জামায়াত স্বাধীন দেশে আর রাজনীতির কোনো সুযোগ না পায়। এর আগে, গতকাল সোমবার (২৯ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে সর্বসম্মতিক্রমে একমত হয় ১৪ দলের নেতাকর্মীরা।

Share.