বুরকিনা ফাসোতে সশস্ত্র হামলায় নিহত-১১

0

ডেস্ক রিপোর্ট: আফ্রিকার বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে সেনাবাহিনীর গাড়িবহরে সশস্ত্র হামলায় ১১ জন সেনা নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংগঠন আল-জাজিরা এক প্রতিবেদনে জানায়, সাউম প্রদেশের গাসকিন্দে কমিউনের কাছে জিবো শহরের দিকে যাওয়ার সময় সামরিক বাহিনীর গাড়িবহর লক্ষ্য করে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী। এ হামলায় ১১ জন সৈন্য নিহত এবং আরো ২০ জন সৈন্যসহ মোট ২৮ জন আহত হয়েছে। তবে হামলার কারণ জানা যায়নি। হামলাকারীদের খোঁজে তল্লাশি অভিযান চলমান রয়েছে।

Share.