ডেস্ক রিপোর্ট: বুলগেরিয়ায় একটি পরিত্যক্ত ট্রাক থেকে এক শিশুসহ ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। ট্রাকটি অবৈধভাবে একদল অভিবাসীকে পরিবহন করছিল বলে মনে করা হচ্ছে। খবর বিবিসির। ট্রাক থেকে পাঁচ শিশুসহ ৩৪ জনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ট্রাকে থাকা লোকগুলো ঠাণ্ডায় জমে গিয়েছিল এবং ভেজা ছিল। তারা কয়েকদিন খায়নি। এটি বুলগেরিয়ায় অভিবাসীদের সঙ্গে ঘটা সবচেয়ে মারাত্মক ঘটনা বলে মনে করা হচ্ছে। বুলগেরিয়া দীর্ঘদিন ধরে তুরস্ক থেকে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের চেষ্টাকারী বিপুল সংখ্যক লোককে মোকাবেলা করতে লড়াই করছে। বুলগেরিয়ার রাজধানী সোফিয়া থেকে ১২ মাইল (২০ কিমি) উত্তর-পূর্বে লোকর্স্কো গ্রামের কাছে পাওয়া ট্রাকটি অবৈধভাবে অভিবাসীদের গোপন বগিতে পরিবহন করছিল, যেখানে তারা শ্বাসরুদ্ধ হয়েছিল, পুলিশ জানিয়েছে। স্বাস্থ্যমন্ত্রী আসান মেদঝিদিভ ট্রাকের ভিতরের অবস্থা বর্ণনা করে বলেন, যারা এই ট্রাকে তালাবদ্ধ ছিল তাদের অক্সিজেনের অভাব ছিল। তারা জমে ছিল, ভেজা ছিল, তারা বেশ কয়েক দিন ধরে খায়নি।’ পুলিশ ধারণা করছে, উদ্ধারকৃত ব্যক্তিদের আফগানিস্তান অবৈধভাবে সার্বিয়ায় পাচার করা হচ্ছিল। একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা আতানাস ইলকভ রয়টার্সকে বলেছেন, গ্রেপ্তার হওয়া চারজনের মধ্যে একজনকে ইতিমধ্যেই মানব পাচারের দায়ে সাজা দেওয়া হয়েছে। বুলগেরিয়ার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা তুরস্ক থেকে প্রবেশের চেষ্টাকারী লোকদের অপব্যবহার করছে। আশ্রয়প্রার্থীরা বলছেন, তাদের অবরুদ্ধ করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, ছিনতাই করা হয়েছে এবং মারধর করা হয়েছে।
বুলগেরিয়ায় পরিত্যক্ত ট্রাক থেকে শিশুসহ ১৮ মরদেহ উদ্ধার
0
Share.