ডেস্ক রিপোর্ট: বৃটেনের ক্রওলি কলেজের ক্যাম্পাসের কাছে গুলির ঘটনা ঘটেছে। এসময় দুইজন আহত হলেও বেশী গুরুতর নয়। খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে এবং আকাশে হেলিকপ্টার টহল দিতে থাকে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৮ বছর বয়সী এক যুবককে আটক করেছে পুলিশ এবং ছুরি ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার বিকাল ৩ টার পরে। এসময় কলেজ থেকে শিক্ষার্থী ও কর্মীদের সরিয়ে নেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল এলাকা থেকে সবাইকে দূরে থাকার অনুরোধ জানিয়েছে। সামান্য আহত দুইজনকে ওয়াক-ইন মেডিকেল সেন্টারে চিকিৎসা দেয়া হয়েছে।পুলিশ জানিয়েছে, ক্রওলি কলেজের কাছে গুলি করার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই।কাউন্টার টেরোরিজম পুলিশ স্থানীয় কর্মকর্তার সঙ্গে কাজ করছে। বিবিসি’র একটি ভিডিওতে দেখা যায় একজনকে মাটিতে ধরে রেখেছে বেশ কয়েকজন। ঘটনার সময় শিক্ষকরা শিক্ষার্থীদের টেবিলে নিচে থাকার পাশাপাশি দরজা বন্ধ করতে বলেন।কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, দুইজন ছাড়া অন্য কেই আহত হয়েছে বলে তাদের জানা নেই, তারা পুলিশের কাছ থেকে ঘটনার বিস্তারিত তথ্য পাওয়ার অপেক্ষায় রয়েছে।মঙ্গলবার কলেজটিকে বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের মাঝে এখনও আতংক বিরাজ করছে।
বৃটেনে ক্রাওলি কলেজের কাছে গুলি, আহত ২, আটক ১
0
Share.