সোমবার, ডিসেম্বর ৩০

বৃষ্টিতে মুখে কালো কাপড় বেঁধে রাজপথে শিক্ষার্থীরা

0

ঢাকা অফিস: পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী নিরাপদ সড়ক দাবি, গণপরিবহণে শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া কার্যকরসহ ১১ দফা দাবিতে  রাজধানীর রামপুরায় কালো ব্যাজ ধারণ ও মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধনে দাঁড়িয়েছে শিক্ষার্থীরা। বৃষ্টিও রুখতে পারেনি শিক্ষার্থীদের৷ তারা অংশ নিয়েছে সড়কের সকল দুর্নীতির বিরুদ্ধে। আজ সোমবার (৬ ডিসেম্বর) রামপুরা ব্রিজে মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ করেন তারা। এর আগে রবিবার শিক্ষার্থীরা মানববন্ধনের মাধ্যমে ব্যঙ্গচিত্র প্রদর্শন করেন। এর আগে শনিবার নিরাপদ সড়কের দাবিতে লাল কার্ড প্রদর্শন করেছিল শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলছেন, ১১ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর গত ৭ নভেম্বর থেকে ঢাকাসহ সারা দেশে বাসের ভাড়া ২৬ থেকে ২৭ শতাংশ বাড়ানো হয়। পরিপ্রেক্ষিতে ১৮ নভেম্বর অর্ধেক ভাড়ার দাবিতে আন্দোলন শুরু করেন রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে ২৪ নভেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান নিহত হন। পরে রামপুরায় মাঈনুদ্দিন নামের এক শিক্ষার্থী অনাবিল পরিবহণ বাসের চাপায় নিহত হয়। তার পর থেকে নিরাপদ সড়ক, অর্ধেক ভাড়াসহ ১১ দফা দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের টানা আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার রাজধানীতে বাসে অর্ধেক ভাড়ার দাবি মেনে নেওয়ার ঘোষণা দেয় পরিবহণ মালিক সমিতি।

Share.