বুধবার, জানুয়ারী ২২

বৃষ্টির জন্য ইসতেস্কার নামাজ আদায়

0

বাংলাদেশ থেকে শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে ১নং পোড়াগাঁও ইউনিয়নের ইমাম ও তৌহিদী জনতার আয়োজনে বৃষ্টির জন্য ইসতেস্কার নামাজ আদায় করেছেন এলাকার মুসল্লীরা। শনিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার বাতকুচি ঈদগাঁ মাঠে এই নামাজ আদায় করা হয়। জানা গেছে, চলতি আমন মৌসুমে প্রায় একমাস যাবত পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় ফসলের মাঠ ফেটে চৌচির হয়ে যাচ্ছে। হুমকিতে পড়েছে আমান আবাদসহ উদ্ভিদ ও প্রাণীকুল। তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এমতাবস্থায় কৃষকরা পড়েছে মহাবিপদে। আমন আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। তাই বৃষ্টি জন্য মহান আল্লাহর রহমত কামনায় পোড়াগাঁও ইউনিয়নের ইমাম ও তৌহিদী জনতা শনিবার ইসতেস্কার নামাজের আয়োজন করেন। এতে ইমামতি ও দোয়া পরিচালনা করেন নালিতাবাড়ী পৌরসভার মার্কাজ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি উবায়দুর রহমান। নামাজপুর্ব আলোচনায় বক্তব্য রাখেন ১নং পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মোঃ জামাল উদ্দিন, কাজী মাওলানা মোঃ আবদুর রহমান জাওহারী, হাফেজ মোঃ মোজাম্মেল হক, হাফেজ মাওলানা মোঃ আবদুল বাছেদ ও মাওলানা মোঃ ফকরুল ইসলাম প্রমুখ।

Share.