শনিবার, নভেম্বর ২৩

বেইজিং বিমানবন্দরে নামলেই বিদেশিদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন

0

ডেস্ক রিপোর্ট: বেইজিং বিমানবন্দরে বিদেশ থেকে কেউ আসলেই তাদের বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চীন। রয়টার্স জানিয়েছে, রাজধানী বেইজিংয়ে কেন্দ্রীয়ভাবে তাদের কোয়ারেন্টাইনে নেওয়া হবে। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে চীনের বাইরে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। রবিবার দেশটির ন্যাশনাল হেলথ কমিশন (এনএইচসি) জানিয়েছে, গত শনিবার দেশটিতে নতুন ২০ জন আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়, যা আগের দিনের চেয়ে ১১ জন বেশি। এই নতুন ২০ আক্রান্তের মধ্যে ১৬ জনই চীনের বাইরে থেকে আসা। এর মধ্যে বেইজিংয়ে শনাক্ত হওয়া পাঁচজন আক্রান্ত ব্যক্তির তিনজনই এসেছিলেন স্পেন থেকে। বাকি দুজনের একজন ইতালি ও অন্যজন থাইল্যান্ড থেকে এসেছিলেন। রয়টার্সের খবরে বলা হয়, চীনে স্থানীয়ভাবে শনাক্ত হওয়া করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির চেয়ে বাইরে থেকে আসা আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চীন সরকার বলেছে, বিদেশ থেকে আসা যে কোনও ব্যক্তিকে বিমানবন্দর থেকে সরাসরি কোয়ারেন্টাইনে পাঠানো হবে ১৪ দিনের জন্য। এ কার্যক্রম সোমবার থেকে শুরু হবে। এই পুরো প্রক্রিয়ায় হওয়া যাবতীয় ব্যয় সংশ্লিষ্ট ব্যক্তিকে বহন করতে হবে বলেও জানিয়েছেন বেইজিং নগরীর ডেপুটি সেক্রেটারি জেনারেল চেন বেই।

Share.