বিনোদন ডেস্ক: গেল বছরের ফেব্রুয়ারিতে পরিচালক সৈকত নাসিরের ‘ক্যাসিনো’ সিনেমার ডাবিংয়ে রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে সবশেষ দেখা মিলেছিল ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলীর। এরপর নানা গুঞ্জন ডালপালা মেলেছে, অথচ সশরীরে দেখা মেলেনি বুবলীর। তবে ফেসবুক পেজে মাঝেমধ্যে দেখা মেলে তাঁর। অবশেষে সেই ‘উধাও’ বুবলীর দেখা মিলেছে রাজধানীর নিউ বেইলি রোডে। ফটোগ্রাফার রফিকুল ইসলাম র্যাফের নিউ বেইলি রোডের ‘স্টুডিও ইভিএফ’-এ গত সপ্তাহে ফটোশুটে অংশ নিয়েছেন এই অভিনেত্রী। যার একটি ছবি বছরের প্রথম দিনে অন্তর্জালে প্রকাশ করে বুবলী ক্যাপশন জুড়েছেন, ‘সবাইকে নতুন বছর ২০২১ সালের শুভেচ্ছা। নতুন বছর নতুন লুকে শুরু হলো।’সেই ছবিতে মাথায় ক্যাপ, কোমরে জ্যাকেট বেঁধে দাঁড়িয়ে আছেন বুবলী। ফিটনেসেও ছিল চমক। নতুন এই লুকে নেটজনতার কাছ থেকে বেশ প্রশংসা পেয়েছেন বুবলী।
বেইলি রোডে বুবলী
0
Share.