সোমবার, ডিসেম্বর ২৩

বেতন ভাতা বৃদ্ধি ও বকেয়া পরিশোধসহ চারদফা দাবীতে আন্দোলন ডাক্তার ও ইন্টার্ন চিকিৎসকরা

0

ঢাকা অফিস: শেখ হাসিনা জাতীয় বার্ন ওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে বেতন ভাতা বৃদ্ধি ও বকেয়া পরিশোধসহ চারদফা দাবীতে আন্দোলন করে পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডাক্তার ও ইন্টার্ন চিকিৎসকরা। শনিবার(২৩ মার্চ)সকাল ১১ টার দিকে তারা শেখ হাসিনা জাতীয় বার্ণ ওপ্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের সামনে অবস্থান নেন। পরে তাদের একটি প্রতিনিধি দল স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের সঙ্গে কথা বলেন এবং তাদের দাবী দাওয়া তুলে ধরেন। পরে মন্ত্রীর আশ্বাসে তারা সেখান থেকে চলে যান। তাদের দাবির মধ্যে রয়েছে মধ্যে রয়েছে, পোস্ট গ্রাজুয়েট ডাক্তারদের ৫০ হাজার টাকা এবং ইন্টার্ন ডাক্তারদের ৩০ হাজার টাকা ভাতা নির্ধারন।  বকেয়া বেতন পরিশোধের দাবী জানিয়ে আসছেন দীর্ঘদিন ধরে। ৪৮ ঘন্টায় দাবী বাস্তবায়ন না হলে চিকিৎসেবা প্রদান থেকে বিরত থাকার আল্টিমেটাম দেন আন্দোলনরতরা।

Share.