বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

বেনজীর আহমেদের অবৈধ সম্পদ নিয়ে তদন্ত হচ্ছে: কাদের

0

ঢাকা অফিস: বেনজীর আহমেদের অবৈধ সম্পদ নিয়ে তদন্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন বেনজীর আহমেদের অবৈধ সম্পদ নিয়ে তদন্ত হচ্ছে। শেখ হাসিনা সরকার এই স্বাধীনতা দুদককে দিয়েছেন। তদন্ত হচ্ছে মানে অপরাধী হলে তাকে বিচারের মুখোমুখি হতেই হবে। মঙ্গলবার (২৮ মে) দুপুরে ধানমন্ডিতে দলীয় কার্যালয়ে সাংবাদিকদেরকে এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমানের সময়ে এদেশে গুম-খুনের গোড়াপত্তন হয়েছিল। আওয়ামী লীগের ৬২ হাজার নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছিল। আশরাফুল হুদা, কোহিনূরের হাতে নির্যাতনের কথা উল্লেখ করে এসময় কাদের দুর্নীতি নিয়ে বিএনপি কোনো বিচার করেনি বলে উল্লেখ করেন।

Share.