বেনজেমার নৈপুণ্যে রিয়ালের দারুণ জয়

0

স্পোর্টস ডেস্ক: প্রতিপক্ষ এইবার। তাদের বিপক্ষে সহজেই জয় পাওয়ার কথা রিয়াল মাদ্রিদের। ঠিক তাই হয়েছে। গতকাল রোববার রাতে লা লিগার ম্যাচে রিয়াল জিতেছে ৩-১ গোলে। করিম বেনজেমার অসাধারণ নৈপুণ্যে এই দারুণ জয় পেয়েছে রিয়াল। বেনজেমা একটি গোল করেছেন, আর দুটি করিয়েছেন। ম্যাচের ষষ্ঠ মিনিটে দলকে এগিয়ে দেন বেনজেমা। রদ্রিগোর বাড়ানো ক্রসে দারুণ শটে গোলটি করেন এই ফরাসি ফরোয়ার্ড। আসরে এটি তাঁর সপ্তম গোল। সাত মিনিট পর ব্যবধান দিগুণ করা গোলটি করেন  লুকা মদ্রিচ। বেনজামার বড়ানো বল ধরেই গোলটি করেন তিনি। তবে প্রথমার্ধে একটি গোল শোধও করেন এইবার। সতীর্থের বড়ানো বল ধরে অসাধারণ শটে রিয়ালের জালে বল পাঠান গার্সিয়া।  তবে এই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি এইবার। বরং অতিরিক্ত সময়ে ভাসকেজের গোলে বড় জয় নিশ্চিত হয় রিয়ালের। আসরে রিয়ালের এটি টানা পঞ্চম এবং লিগে নবম জয়।দুই ড্রয়ে ১৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে রিয়াল। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ। তারা দুই ম্যাচ কম খেলেছে। ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে বার্সেলোনা।

Share.