শুক্রবার, জানুয়ারী ২৪

বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় শিশু নারীসহ ৮জন দগ্ধ

0

ঢাকা অফিস: গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় শিশু নারীসহ ৮জন দগ্ধ।তারা হলেন,আসিব মোহাম্মদ খান (৩০),ডা.কৌশিক বিশ্বাশ(৩২), মোঃ নাফিস আলম (২২),মোঃ মাসুদ রানা(৩১), ভেইজি আক্তার রুনা(৪০), মোঃ ইকবাল(৪৮),রিহান (০৮) ও দিহান (১১)। শুক্রবার(০৫ জানুয়ারি)রাতের দিকে দগ্ধ অবস্থায় তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক সামান্ত লাল সেন জানান,ট্রেনে আগুনের ঘটনায় আমাদের এখানে নারী ও শিশু সহ আর জন এসেছে তাদের মধ্যে নাফিস আলমের ৮ শতাংশ ও আসিব মোহাম্মদ খান ৮ শতাংশ দগ্ধ আছে বাকি ছয়জনের ইনহালেসন বার্ন রয়েছে তবে সবারই অবস্থা সংক্রামুক্ত নয় বলেও জানান তিনি।তাদের বার্নের অবজারভেশনে রাখা হয়েছে ।

Share.