শনিবার, ডিসেম্বর ২৮

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি ৫ দিন বন্ধ

0

বাংলাদেশ থেকে বেনাপোল প্রতিনিধি : ঈদুল আজহায় বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি ২৭ জুন মঙ্গলবার থেকে ১ জুলাই শনিবার পর্যন্ত ৫ দিন বন্ধ থাকবে। পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। সোমবার (২৬ জুন) সকালে বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। বেনাপোল স্থলবন্দরের পরিচালক আব্দুল জলিল জানান, ঈদের ছুটিতে যে কোনো ধরনের নাশকতা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বন্দরের নিজস্ব নিরাপত্তা বাহিনী ও আনসার সদস্যরা বন্দর এলাকায় টহল দেবেন। বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব বলেন, ‘বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও স্বাভাবিক থাকবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত।

Share.