বুধবার, জানুয়ারী ২২

বেবি বাম্পের ছবি প্রকাশ্যে

0

বিনোদন ডেস্ক: কোনো কিছুতেই তোয়াক্কা করেন না পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান। নুসরাতের অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন চারদিকে চাউর সন্তানের বাবা কে এমন প্রশ্নে নেটদুনিয়া সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। ঠিক সেই সময়ে ইনস্টাগ্রামে নিজের বেবি বাম্পের ছবি পোস্ট করলেন নায়িকা।গতকাল ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, নুসরাতের গায়ে গোলাপি রঙের চাদর। আলতভাবে হাতটি রেখেছেন পেটের ওপর। তবে ভালোভাবে দেখলে নজরে পড়বে বেবি বাম্প। খোলা চুল আর মুখে একগাল হাসি। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘উদারতাই সবকিছু বদলে দেয়।’নিখিলের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে নুসরাত বলেছিলেন, তুরস্কে নাকি তিনি নিখিল জৈনের সঙ্গে বিয়েই করেননি। বরং তারা লিভ-ইন সম্পর্কে ছিলেন। তাই বিবাহবিচ্ছেদের কোনো প্রশ্নই নেই। এরপর থেকেই নেটদুনিয়ায় নিন্দার ঝড় ওঠে।

Share.