বুধবার, জানুয়ারী ২২

বেরসিক বৃষ্টির কারনেই নিশ্চিত সেমিফাইনালে উঠা হলো না বাংলাদেশর

0

স্পোর্টস রিপোর্ট: নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে বাংলাদেশ দলের স্বপ্ন বৃষ্টিতে ভেসে গেল। চতুর্থ দল হিসেবে তাদের সেমিতে যেতে হলে আজ আরব আমিরাতকে হারাতে হতো। কিন্তু বেরসিক বৃষ্টি সব সম্ভাবনার ইতি ঘটিয়েছে। ফলে নিশ্চিত সেমিফাইনালে আর উঠা হলো না তাদের। বৃষ্টিতে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে পায়ের গোড়ালি পর্যন্ত পানি জমে যায়। নির্ধারিত সময় সকাল নয়টায় ম্যাচও শুরু হতে পারেনি। ম্যাচের কাটঅফ টাইম ১১টা ২৭ মিনিটে নির্ধারিত ছিল। কিন্তু সকাল ১০ টা ৪০ মিনিটে আম্পায়াররা অবস্থা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত জানিয়ে দেন খেলা এই মাঠে গড়ানো সম্ভব নয়। এদিকে, আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে সেমির পথটা কঠিন করে ফেলেছিল বাংলাদেশ। তবে বিকালে থাইল্যান্ডকে উড়িয়ে দিয়ে ভারত সমীকরণটা সহজ করে দিলেও তাতে বাগড়া দিয়েছে বৃষ্টি।

Share.