বাংলাদেশ থেকে বেলাব উপজেলা প্রতিনিধি: নরসিংদী জেলার বেলাব উপজেলায় রক্তকণিকা সংগঠনের উদ্যোগে প্রথম বারের মত পোড়াদিয়া জেনারেল হাসপাতাল এন্ড ডায়বেটিস সেন্টারের সার্বিক সহযোগিতায় ১৭ অক্টোবর শনিবার উক্ত হাসপাতাল প্রাঙ্গনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী পালন করা হয়। উক্ত কর্মসূচীতে ২৫০ জনের রক্তের গ্রুপ বিনামূল্যে পরিক্ষা করা হয়। রক্তকণিকা সংগঠনের মাধ্যমে এখন পর্যন্ত ৯৫ ব্যাগ রক্তদান করা হয়েছে, বর্তমানে সংগঠনের সদস্য সংখ্যা ১২ হাজারেরও বেশী এবং ৫ শত এর বেশি স্বেচ্ছাসেবী রয়েছে। সংগঠনের সভাপতি আব্দুর রহমান বাংলার সভাপতিত্বে ক্যাম্পেইন এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইফরানুল হক ভূইয়া জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক সানজীদুল ইসলাম রাজীব, প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান সহ সংগঠনের কার্যকরী কমিটির সকল সদস্য বৃন্দ। উল্লেখ্য জরুরি অবস্থায় জটিল রোগীর তাৎক্ষণিক রক্তের চাহিদা পূরণে নিরলসভাবে কাজ করছে সংগঠনটি।
বেলাবোতে স্বেচ্ছাসেবী সংগঠন রক্তকণিকার বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
0
Share.