শনিবার, নভেম্বর ২৩

বেশি দামে পণ‌্য বিক্রি, দশ ব্যবসায়ীকে দুই লক্ষ টাকা জরিমানা

0

 ঢাকা অফিস: আশুলিয়ায় বাইপাইল এলাকার আড়ৎতে রমজানে বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার সংরক্ষণে র‍্যাব-৪ সিপিসি-২ এর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে র‍্যাব-৪ এর কম্পানী কমান্ডার (এএস পি) উনু মং এর নেতৃত্বে, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:আনিসুর রহমানের উপস্থিতিতে আশুলিয়ার বাইপাইল বগাবাড়ী এলাকায় ফলের আড়ৎ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় মূল্য তালিকা না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খেজুর সংরক্ষণ করার দায়ে ১০টি দোকানিকে মোট ২ লাখ দশ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃআনিসুর রহমান জানান, দীর্ঘদিন ধরে এই আড়ৎগুলোতে মূল্যতালিকা না পদর্শন করে বিভিন্ন সময় ক্রেতাদের নিকট থেকে অধিক মূল্যে পণ্য বিক্রি করে আসছে, তারই ধারাবাহিকতায় আমরা এই অভিযান পরিচালনা করছি। তিনি আরও বলেন, মূল্য তালিকা নেই এই মর্মে কেউ অভিযোগ করলে আমরা তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবো। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে র‍্যাব এর অভিযান চলমান থাকবে বলে আশ্বাস দিয়েছেন র‍্যাব-৪ এর কম্পানী কমান্ডার

Share.