বেসরকারি বাসের ভাড়া বাড়ছে তিন গুণ

0

ডেস্ক রিপোর্ট: এত দিন বাসে উঠলে যা ভাড়া দিতে হত, এখন তার তিন গুণ ভাড়া দিতে হবে। বাসমালিকদের তরফে নয়া ভাড়ার যে প্রস্তাব পরিবহণ দফতরকে দেওয়া হয়েছে, সেটাই চূড়ান্ত হতে চলেছে বলে সূত্রের খবর। সরকারি বাস আগেই পথে নেমেছে। এ বার ধাপে ধাপে বেসরকারি বাস, মিনিবাস, ট্যাক্সি এবং অটোও পথে নামতে চলেছে। বাসের ভাড়া তিন গুণ বাড়ার পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও ভাড়া বাড়ছে। বুধবার সন্ধ্যায় বাস-মিনিবাস সংগঠনগুলির সঙ্গে বৈঠক করেন রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভাড়া কী হবে, তা বাস মালিকদের উপরেই ছেড়ে দেন তিনি। সেই বৈঠকের ২৪ ঘণ্টার মধ্যেই নয়া ভাড়ার প্রস্তাব-তালিকা পৌঁছে গেল পরিবহণ দফতরে। সরকারের তরফে চূড়ান্ত অনুমোদন পেলেই পথে নামবে বাস-মিনিবাস। তবে, পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার বলেছেন, “২০ জন যাত্রী নিয়ে বাস চলবে। মালিকদের যাতে খরচা ওঠে, সে বিষয়টাও দেখতে হবে। যাঁদের বেরতেই হচ্ছে, তাঁদের এটুকু সহযোগিতা তো করতে হবে।” একই সঙ্গে তিনি বলেন, “কবে থেকে বাস চালু হবে, সবই ঠিক হবে নবান্ন থেকে।’’ বাস ভাড়ার প্রস্তাবিত তালিকা রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পাঠানো হয়েছে বলে দাবি করেছে জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট। দূরত্ব অনুযায়ী ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত ভাড়া ধার্য করার কথা সেখানে বলা হয়েছে। জয়েন্ট কাউন্সিলের তরফে জানানো হয়েছে, প্রথম ৪ কিলোমিটার পর্যন্ত ২০ টাকা, ৪ থেকে ৮ কিলোমিটার ২৫ টাকা, ৮ থেকে ১২ কিলোমিটার ৩০ টাকা, ১২ থেকে ১৬ কিলোমিটার ৩৫ টাকা এবং ১৬ থেকে ২০ কিলোমিটার ৪০ টাকা ভাড়ার প্রস্তাব পাঠানো হয়েছে। মিনিবাসের মালিকেরাও এর আশপাশেই ভাড়া নিতে চাইছেন। এক ধাক্কায় কেন এত ভাড়া বাড়ানোর পক্ষে বাস মালিকেরা? সরকারি নিয়ম অনুযায়ী বাসে ২০ জনের বেশি উঠতে পারবেন না। এত কম সংখ্যক যাত্রী নিয়ে বাস চালাতে গেলে, বাড়তি ভাড়া গুণতেই হবে যাত্রীকে। তা না হলে জ্বালানী, আনুষঙ্গিক খরচা মিটিয়ে বাস চালানো যাবে না। এমনই মত বেসরকারি পরিবহণের সঙ্গে যুক্ত কর্মীদের। লকডাউন ঘোষণার পর থেকেই বাস পরিষেবা বন্ধ রয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলায় গ্রিন জোনে বাস চালানোর কথা বলা হলেও, ২০ জন যাত্রী নিয়ে অনেকেই বাস পথে নামাননি। কলকাতা এবং জেলায় বাস চালাতে হলে ভাড়া বাড়াতেই হবে বলে জানান জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের তরফে তপন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কলকাতা এবং জেলার বাস মালিকেরা বৈঠকে বসেছিলেন। তাঁরা হিসেব কষে মনে করছেন ভাড়া বাড়তেই হবে। না বলে বাস চালানো যাবে না।” বাসের পাশাপাশি চালু হতে পারে অটোও। সে ক্ষেত্রে এক জন করে চড়তে পারবেন। ট্যাক্সিতে দু’জনের বেশি নেওয়া যাবে না। পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, “অটোর ক্ষেত্রে এক জন করে নিয়ে চলতে হবে। ট্যাক্সিচালকেরা দু’জন করে যাত্রী তুলতে পারবেন।”

 

 

 

 

 

 

 

 

 

সূত্র : আনন্দবাজার পত্রিকা

Share.