ডেস্ক রিপোর্ট: বৈরুতের বন্দরে মজুত রাখা দুই হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট নিয়ে গত মাসে লেবাননের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টকে সতর্ক করে দেয়া হয়েছিল।তাদের বলা হয়েছে, যদি এগুলো বিস্ফোরিত হয়, তবে রাজধানী ধ্বংস হয়ে যাবে। জ্যেষ্ঠ নিরাপত্তা সূত্র ও বিভিন্ন নথিপত্রে বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে। সতর্ক করে দেয়ার মাত্র সপ্তাহ দুয়েকের মধ্যে ওই শিল্প রাসায়নিকের ব্যাপক বিস্ফোরণ ঘটেছে। যাতে ১৬৩ জন নিহত ও ছয় হাজার লোজ আহত হয়েছেন। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, এই বিস্ফোরণে ছয় হাজার ভবন ধ্বংস হয়েছে। রাষ্ট্রীয় নিরাপত্তা পরিদফতরের এক প্রতিবেদনে বলা হয়, গত ২০ জুলাই প্রধানমন্ত্রী হাসান দিয়াব ও প্রেসিডেন্ট মাইকেল আউনকে চিঠি দেয়া হয়েছিল।রয়টার্সকে এক কর্মকর্তা বলেন, কর্তৃপক্ষকে বলা হয়েছিল যে বন্দরে মজুত করা বস্তু ঝুঁকিপূর্ণ, যদি তা চুরি হয়ে যায়, তবে সন্ত্রাসীরা হামলার জন্য তা ব্যবহার করতে পারে।তদন্ত শেষে কৌঁসুলি গাসসান ওয়েদাত চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করে কর্তৃপক্ষকে পাঠিয়েছেন। তিনি বলেন, আমি তাদের বলেছিলাম, এসব রাসায়নিক বিস্ফোরিত হলে বৈরুত ধ্বংস হয়ে যাবে।
বৈরুতে রাসায়নিক নিয়ে কর্তৃপক্ষকে আগেই সতর্ক করা হয়েছিল
0
Share.