ঢাকা অফিস: বৈশাখের অনুষ্ঠানে নারীদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন। শনিবার (১৩ এপ্রিল) দুপুরে বাংলা নববর্ষ ১৪৩১ বরণ উপলক্ষে রমনা বটমূলে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। র্যাব মহাপরিচালক বলেন, বাংলা নববর্ষের অনুষ্ঠান ঘিরে কোনো সুনির্দিষ্ট জঙ্গি হামলা বা নাশকতার সম্ভাবনা নেই। সারা দেশে র্যাব গোয়েন্দা নজরদারি করছে। যেকোনো গুজব ঠেকাতে সাইবার মনিটরিং টিম কাজ করছে। টিএসসি, শাহবাগ, রমনা, হাতিরঝিলসহ যেসব জায়গায় জনসমাগম হবে, সেখানে র্যাবের পর্যাপ্ত সদস্য মোতায়েন থাকবে। বৈশাখের অনুষ্ঠানে নারীদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, নারীদের হয়রানি ও উত্ত্যক্তের বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে র্যাব। ইভটিজিং রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এ জন্য র্যাবের স্পেশাল কমান্ড টিমকে প্রস্তুত রাখা হয়েছে।
বৈশাখের অনুষ্ঠানে নারীদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে: র্যাব মহাপরিচালক
0
Share.