বোরকা পরা নিষিদ্ধ হচ্ছে

0

ডেস্ক রিপোর্ট: ২০১৯ সালে সাময়িকভাবে নারীদের বোরকা পরা নিষিদ্ধ করলেও এবার আনুষ্ঠানিকভাবেই বোরকা পড়া নিষিদ্ধ করতে যাচ্ছে শ্রীলঙ্কা। ইতোমধ্যেই শ্রীলঙ্কার জননিরাপত্তাবিষয়ক মন্ত্রী বোরকা পড়া নিষিদ্ধ সংক্রান্ত একটি পেপারে স্বাক্ষর করেছেন।শ্রীলঙ্কার জননিরাপত্তাবিষয়ক মন্ত্রী সারাথ উইরাসেকেরার বরাত দিয়ে রয়টার্স বলছে জাতীয় নিরাপত্তার স্বার্থে নারীদের বোরকা পড়া বা মুখ ঢেকে রাখা এখন পোষাক নিষিদ্ধের জন্য একটি পেপারে গতকাল শুক্রবার স্বাক্ষর করেছেন মন্ত্রী।শ্রীলঙ্কার একাধিক গির্জায় ২০১৯ সালে হামলায় ২শ’র অধিক মানুষের মৃত্যু হওয়ায় সাময়িকভাবে মুসলিম নারীদের বোরকা পরা নিষিদ্ধ করেছিল। সেই ইস্যুকে কেন্দ্র করে এবার স্থায়ীভাবে শ্রীলঙ্কায় বোরকা পরা নিষিদ্ধ হতে যাচ্ছে।

Share.