বোয়ালমারীতে কুখ্যাত দুই ডাকাত আটক

0
বাংলাদেশ থেকে বোয়ালমারী ( ফরিদপুর) প্রতিনিধি:  ফরিদপুরের বোয়ালমারীতে কুখ্যাত দুই ডাকাতকে আটক করেছে থানা পুলিশ। রবিবার (২০.৯.২০) সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ী গ্রামের বাসিন্দা কুখ্যাত ডাকাত আনিচুর রহমানকে  (৩২) তেলজুড়ী নতুন বাজার থেকে আটক করা হয়। আনিচ ডাকাতি মামলার এজাহারভুক্ত আসামি। মামলা নম্বর ২৫। আনিচের নামে ডাকাতি মামলাসহ ১১টি মামলা রয়েছে। আনিচকে আটকের সময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। গাজা উদ্ধারের ঘটনায় এসআই কাজী রিপন বাদি হয়ে আনিচকে আসামি করে মাদকদ্রব্য আইনে মামলা করেছেন। অপরদিকে ডাকাতি প্রস্তুতি মামলার এহাজারভুক্ত ও তিন মামলার আসামি চতুল ইউনিয়নের বাইখির গ্রামের বাসিন্দা ইব্রাহিমকে (৩০) তার নিজ বাড়ি থেকে রবিবার সকাল ১১টার দিকে আটক করা হয়েছে। আটককৃত দুই ডাকাতকে রবিবার ফরিদপুর আদালতে প্রেরন করা হয়েছে।
Share.