বোয়ালমারীতে চার দিন অতিবাহিত হলেও সন্ধান মেলেনি স্কুল ছাত্রীর

0

বাংলাদেশ থেকে বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নবম শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্রী নিখোঁজ হয়েছে। ঘটনার চার দিন অতিবাহিতর পরেও তার সন্ধান মেলেনি। নিখোঁজ ওই ছাত্রীর নাম অনামিকা সরকার (১৪)। সে উপজেলার রূপাপাত ইউনিয়নের মোড়া গ্রামের কালাচাঁদ সরকারের মেয়ে এবং স্থানীয় বণ্ডপাশা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। নিখোঁজ ছাত্রীর বাবা কালাচাঁদ সরকার জানান, গত সোমবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে যাওয়ার কথা বলে সে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়িতে ফিরে আসেনি। ওইদিন বিকেলের পর বিদ্যালয়ে খোঁজ নিলে প্রধান শিক্ষক জানান ওইদিন সে বিদ্যালয়েও যায়নি। এরপর তার বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজন এবং বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও অনামিকার কোন সন্ধান মেলেনি। তিনি আরও জানান, গতকাল বুধবার (৬ অক্টোবর) দুপুরে থানা পুলিশকে জানানো হয় এবং বোয়ালমারী থানায় একটি সাধারণ ডায়েরি করি। এ বিষয়ে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানান, এ ঘটনায় মেয়েটির বাবা থানায় এসে একটি সাধারণ ডায়েরি(জিডি) করেছেন। নিখোঁজ মেয়েটির বাবার জিডি অনুযায়ী আমরা তদন্তর পাশাপাশি মেয়েটিকে উদ্ধারে জোর চেষ্টা চালানো হচ্ছে।

Share.