বাংলাদেশ থেকে বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে দুর্গাপূজার এক দিন আগে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বোয়ালমারী থানায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বোয়ালমারী থানা পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মধুখালি সার্কেল) আনিসুজ্জামান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সিনিয়র সহ সভাপতি সুবাস সাহা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এজাহার সূত্রে জানা যায়, উপজেলার সাতৈর ইউনিয়নের কুণ্ডুরামদিয়া গ্রামের কর্মকার বাড়ি সার্বজনীন দুর্গা মন্দিরের দুর্গা প্রতিমা পূজার এক দিন আগে মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে ভাংচুর করেছে দুর্বৃত্তরা। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে অজ্ঞাতনামা ৪/৫ জনসহ একই গ্রামের মো. গাউছ শেখের ছেলে নয়ন শেখ (১৮)কে আসামী করে ওই মন্দিরের সাধারণ সম্পাদক মৃণাল কর্মকার বাদী হয়ে বুধবার (২১ অক্টোবর) দুপুরে বোয়ালমারী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ১১। পুলিশ নয়ন (১৮) এবং রাজু (২৫) নামে দুই জনকে আটক করেছে। এ ব্যাপারে কুন্ডু রামদিয়া সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি সুরেশ চন্দ্র কর্মকার বলেন, আমরা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান বলেন, আমি ঘটনা শোনার সাথে সাথে সিনিয়র সহকারী পুলিশ সুপার স্যারসহ ঘটনাস্থল পরিদর্শন করি। এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। উল্লেখ্য, পাশের নিপেন মালোর বাড়ির কালী প্রতিমা গত ১৯ অক্টোবর ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
বোয়ালমারীতে প্রতিমা ভাংচুর, গ্রেফতার ২
0
Share.