বাংলাদেশ থেকে বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা প্রশাসনের আয়োজনে ভোরে ৩১বার তোপধ্বনির মাধ্যমে বিজয়ের শুভ সুচনা শুরু হয়।বুধবার সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, সকাল ৮ টায় বোয়ালমারী সরকারি কলেজ সংলগ্ন গণকবরে উপজেলা প্রশাসন, আ‘লীগ ও তার অঙ্গসংগঠন, বিএনপি ও তার অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা কমান্ড, স্বাস্থ্য কমপ্লেক্স, থানা, বোয়ালমারী প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পমাল্য অর্পন করেন ও মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের গণকবর জিয়ারত করে। এ সময় শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়। সকাল ৯টায় বোয়ালমারী উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া বিকাল ৩টায় স্টেডিয়ামে আফিসার্স বনাম সাংবাদিকদের মধ্যে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।দিবসটি উপলক্ষে গুরুত্বপূর্ণ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন, স্থাপনাসমূহে আলোকসজ্জা করা হয়।
বোয়ালমারীতে মহান বিজয় দিবস উদযাপন
0
Share.