বাংলাদেশ থেকে বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১১৫ টি পূজা মন্ডপে এ বছর শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। উপজেলার ১০ টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১১৫ টি পূজা মন্ডপের মধ্যে ৫টি মন্ডপ ঝুকিপূর্ন রয়েছে। পরমেশ্বরদী, বোয়ালমারী সদর, দাদপুর, সাতৈর ইউনিয়ন ও পৌরসভায় ১ টি করে পূজা মন্ডপ ঝুঁকিপূর্ণ বলে জানা গেছে। থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, উপজেলায় মোট ১১৫ টি পূজা মন্ডপে শারদীয়া দূর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে ৫টি পূজা মন্ডপ ঝুকিপূর্ন হিসেবে নির্ধারন করা হয়েছে। ঝুকিপূর্নসহ সকল মন্ডপে পুলিশ ও আনসার মোতায়েন করা হবে। কেউ আইনশৃংখলা ভঙ্গ করলে তাকে ছাড় দেওয়া হবে না।
বোয়ালমারীতে ১১৫ টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে
0
Share.