বাংলাদেশ থেকে বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুরে রাতের অন্ধকারে ৪টি বাড়িতে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। নাশকতার উদ্দেশ্যে আগুন লাগানো হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের আশঙ্কা। ক্ষতিগ্রস্ত বাড়ির সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৯টার মধ্যে দাদপুর ইউনিয়নের নিকটবর্তী চারটি স্থানের মহরম মোল্যা, বাসুদেব দে, গণেশ সাহা ও আকরাম ঠাকুরের বাড়িতে আগুন দেয়া হয়। এতে মহরম মোল্যার বসত ঘর ও বাসুদেব, গণেশ, আকরামের খড়ির ঘর সম্পূর্ণ পুড়ে যায়। খড়ির ঘরে পানের বরজের মাচা তৈরির জন্য রাখা গণেশের ২০ হাজার ও বাসুদেবের ৫০ হাজার টাকার পাটকাঠি পুড়ে যায়। রাতেই দাদপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে দাদপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন বলেন, কে বা কারা এটি ঘটিয়েছে বুঝে উঠতে পারছি না। এলাকায় আতঙ্ক সৃষ্টির জন্য এটা করা হতে পারে।
বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম বলেন, বিষয়টি আমার জানা নেই। এখনও কোন অভিযোগ পাইনি।