ব্যক্তি কোহলি নয়, তার ব্যাটিং পছন্দ করে অজি সমর্থকেরা: পেইন

0

স্পোর্টস ডেস্ক: বাইশ গজে লড়াইয়ে নামার আগে ভারত অধিনায়কে প্রশংসায় ভরিয়ে দিলেন অজি অধিনায়ক৷ অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা বিরাট কোহলিকে অপছন্দ করে বলে জানান টিম পেইন৷ তবে তারা বিরাটের ব্যাটিংয়ের যে গুণমুগ্ধ ভক্ত সে কথা গোপন করেননি অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন৷ তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ দিয়ে অস্ট্রেলিয়া সফর শুরু হচ্ছে ভারতের৷ বিরাটদের প্রথম ম্যাচে ২৭ নভেম্বর৷ ওয়ান ডে সিরিজের পর তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে কোহলি অ্যান্ড৷ তারপর হবে চার টেস্টের সিরিজ৷ তবে প্রথম টেস্ট খেলে দেশে ফিরবেন ক্যাপ্টেন কোহলি৷ প্রথম সন্তানের জন্মের সময় স্ত্রী’র পাশে থাকতে প্রথম টেস্টের পর দেশে ফেরার আর্জি জানিয়ে বিসিসিআই-এর কাছে আবেদন করেছিলেন ভারত অধিনায়ক৷ সেই আবেদনে সাড়া দিয়ে কোহলির ছুটি মঞ্জুর করে বোর্ড৷ তবে ওয়ান ডে এবং টি-২০ সিরিজের পর অ্যাডিলেড ওভালে সিরিজের প্রথম এবং ভারতের প্রথম বিদেশের মাটিতে ডে-নাইট টেস্টে দলকে নেতৃত্ব দেবেন কোহলি৷ ভারতের বিরুদ্ধে প্রথম গোলাপি বলে দিন-রাতের টেস্ট খেলতে মুখিয়ে রয়েছেন অজি ক্রিকেটাররা৷ অধিনায়ক পেইন এবিসি নিউজ-কে বলেন, ‘বিরাট একজন মজার ব্যক্তিত্ব৷ আমরা ওকে অপছন্দ করি৷ কিন্তু আমরা একজন সমর্থক হিসেবে ওর ব্যাটিং দেখতে মুখিয়ে থাকি৷ ও অবশ্যই এই ধরণের দৃশ্যে মেরুকরণ করছে৷ আমরা ওর ব্যাটিং দেখতে পছন্দ করি৷ তবে আমাদের বিরুদ্ধে খুব বেশি রান করুক, এমনটা পছন্দ করি না৷’ শেষবার ২০১৮-১৯ মৌসুমে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল ভারত৷ সেবার বিরাটের নেতৃত্বে অস্ট্রেলিয়ার প্রথমবার টেস্ট জিতে ইতিহাস সৃষ্টি করেছিল কোহলি অ্যান্ড কোং৷ এশিয়ার প্রথম দল হিসেবে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিতেছিল ভারত৷ সেই সফরে বিরাট ও পেইনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল৷ পারথে দ্বিতীয় টেস্টে দুই অধিনায়কের মধ্যে মাঠের সম্পর্ক তিক্ত হয়ে উঠেছিল৷ বিশেষ করে পেইন যখন ব্যাটিং করছিল৷ পেইন বলেন, ‘অস্ট্রেলিয়া ও ভারত তীব্র প্রতিযোগিতার মধ্যে বিরাট স্পষ্টতই একজন প্রতিযোগিতামূলক ব্যক্তি এবং আমিও তাই। হ্যাঁ, কয়েকবার এমন ঘটনা ঘটেছিল যখন আমাদের কাছে কথা ছিল তবে সেটি ছিল না৷ কারণ বিরাট অধিনায়ক ছিলেন এবং আমি অধিনায়ক ছিলাম৷ পেইন বলেন, প্রায়শই সেরা খেলোয়াড় হ’ল আপনার দলটি কিছুটা উপরে উঠে যায়, যখন বিশ্বের সেরা খেলোয়াড়েরা ক্রিজে আসে তখন তাদের মধ্যে লড়াই হয়ে থাকে৷’

Share.