মঙ্গলবার, ডিসেম্বর ২৪

ব্যবসায় লসে পরে এক ব্যাবসায়ীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

0

ঢাকা অফিস: রাজধানীর বকশিবাজার জয়নাল রোড এলাকার একটি বাসায় গলায় ফাঁস দিয়ে বাবুল শাহ (৫৫)নামের ব্যক্তি আত্মহত্যা। রবিবার (০৩ ডিসেম্বর) ভোর রাতের দিকে এই ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ছয়টার দিকে মৃত ঘোষণা করেন। নিহতের সঞ্জয় কুমার সাহা জানান,আমার চকবাজারের ব্যবসা করতো এবং বিভিন্ন লোকের টাকা পয়সা দিয়ে ব্যাবসা করত লোকজন ঠিকভাবে টাকাপয়সা না দেওয়ায় তার ব্যবসা লসে পারে যায়। এই কারণে নানান টেনসনে নিজ রুমে গিয়ে ফ্যানের সঙ্গে গামছা গলায় পেঁচিয়ে ফাঁস দেয়।পরে দেখতে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন । তিনি আরো জানান,আমার দুলাভাইয়ের বাসা,বকশিবাজার জয়নাল রোড এলাকার ১১/ বি নম্বর বাসার মৃত কিশোর মোহন সাহার সন্তান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Share.