বুধবার, জানুয়ারী ২২

ব্যস্ততার মধ্যেও প্রিয়াঙ্কার আনন্দের মুহূর্ত

0

বিনোদন ডেস্ক: ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ মুক্তি পেয়েছে চলতি মাসের শুরুতে। নিজের প্রযোজনার প্রথম হিন্দি ছবি মুক্তির পর থেকে যেন আরও ব্যস্ত হয়ে পড়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। ব্যস্ততার মধ্যেই কাটিয়ে নিচ্ছেন আনন্দের মুহূর্ত। আর সেই সব মুহূর্তের ছবি-ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আসতেই হচ্ছে ভাইরাল। যেমন হয়েছে বৃহস্পতিবার সুইমিং পুলে তাঁর একটি ভিডিয়ো। সেই ভিডিয়োতে প্রিয়ঙ্কাকে দেখা যাচ্ছে একটি ছোট্ট মেয়ের সঙ্গে। সেই খুদেকে কোলে নিয়ে সুইমিং পুলে সময় কাটাচ্ছেন বলিউডের ‘দেশি গার্ল’। প্রিয়াঙ্কার কোলে বসে বাচ্চা মেয়েটি তাঁকে বলছে, ‘ইউ আর কিউট’। এ কথা শুনে প্রিয়াঙ্কার উত্তর, ‘নো, ইউ আর সো কিউট’। এ ভাবেই সারা ভিডিয়ো জুড়ে মজায় মাতছেন প্রিয়াঙ্কা। এই বাচ্চা মেয়েটি কে জানেন? জানা গিয়েছে, বাচ্চা মেয়েটির নাম কৃষ্ণা স্কাই সরকিসিয়ান। সে প্রিয়াঙ্কার দীর্ঘ দিনের স্টাইলিস্ট দিব্যা জ্যোতি ও নিল সরকিসিয়ানের মেয়ে। কৃষ্ণার জন্মের পরও তাকে কোলে নিয়ে ছবি পোস্ট করেছিলেন প্রিয়াঙ্কা।

Share.