ব্যারিস্টার রফিক উল হক লাইফ সাপোর্টে

0

ঢাকা অফিস: সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক লাইফ সাপোর্টে রয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত বারোটার দিকে তাকে রাজধানীর আদ-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আইসিইউতে নেয়া হয়। আদ-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. নাহিদ ইয়াসমীন  এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তার অক্সিজেন লেভেল ও উচ্চ রক্তচাপ কমে গেছে। তাকে আইসিইউতে নেয়া হয়েছে। তবে মঙ্গলবার রাতে ভেন্টিলেটরে দেয়ার পর তার অবস্থার আর অবনতি হয়নি। তার অবস্থা জটিল, এখনও সঙ্কটাপন্ন অবস্থায় আছেন। ডা. ইয়াসমীন আরও জানান, ব্যারিস্টার রফিক উল হকের চিকিৎসায় ডা. রিচমন্ড রোনাল্ড গোমেজের নেতৃত্বে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা চলছে। যেহেতু তার স্ট্রোক হয়েছে তাই ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ নিজে এসে দেখে তাকে গেছেন এবং তিনিও চিকিৎসার বিষয়ে গাইড করছেন।

Share.