ব্রণের দাগ দূর করে যেসব ফেসপ্যাক

0

ডেস্ক রিপোর্ট: ব্রণ চলে গেলেও ত্বকে রেখে যায় দাগ। ব্রণের দাগ দূর করতে প্রাকৃতিক উপাদানের তৈরি ফেসপ্যাক ব্যবহার করতে পারেন নিয়মিত। সপ্তাহে অন্তত কয়েকবার এসব প্যাক ব্যবহার করলে ধীরে ধীরে ফিকে হবে দাগ। ব্রণের দাগের পাশাপাশি ত্বকের কালচে দাগও দূর করে এসব প্যাক।

   জেনে নিন কীভাবে ব্যবহার করবেন :

 

১।  মুলতানি মাটির সঙ্গে টমেটোর রস মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। ব্রণের দাগের উপর মিশ্রণটি লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন

২।  ১ চা চামচ হলুদ গুঁড়ার সঙ্গে প্রয়োজন মতো অ্যালোভেরার জেল মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।

৩।  ১ চা চামচ লেবুর রস, ১ চা চামচ দারুচিনির গুঁড়া, ১ চা চামচ মধু ও ১ চা চামচ জয়ফল গুঁড়া একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

৪।  একটি আলু ব্লেন্ডারে পেস্ট করে নিন। অর্ধেকটি লেবুর রস মিশিয়ে ত্বকে লাগান মিশ্রণটি। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।

৫।  ১ চা চামচ বেকিং সোডার সঙ্গে প্রয়োজন মতো আপেল সিডার ভিনেগার মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে ৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

Share.