শুক্রবার, ডিসেম্বর ২৭

ব্রাজিলে একদিনেই করোনায় আক্রান্ত ৩৩ হাজার, মৃত্যু ৮৯০ জনের

0

ডেস্ক রিপোর্ট: কিছুইতেই থামানো যাচ্ছে না ব্রাজিলে করোনাভাইরাসের দাপট। দক্ষি আমেরিকার সবচেয়ে বড় দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছুঁই ছুঁই। ইয়াহু নিউজ জানাচ্ছে, করোনার কারণে শনিবার ব্রাজিলে মৃত্যু হয়েছে ৮৯০ জনের। এতে লাছের মিছিলে ফ্রান্সকে ছাড়িয়ে গেছে লাতিন দেশটি। ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে রেকর্ড ৩৩ হাজার ২৭৪ জন। যা দেশটির জন্য নতুন রেকর্ড।ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী রোববার সকাল পর্যন্ত ব্রাজিলে মৃত্যু হয়েছে ২৮ হাজার ৮৪৯ জনের। অন্যদিকে ইউরোপের দেশ ফ্রান্সে মোট মৃতের সংখ্যা ২৮ হাজার ৭৭১। ফ্রান্সকে পেছনে ফেলে মোট মৃতের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে ব্রাজিল। শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের দেশে মৃতের সংখ্যা ১ লাখ ০৫ হাজার ৫৫৭।  দ্বিতীয় স্থানে থাকা যুক্তরাজ্যে মোট মারা গেছে ৩৮ হাজার ৩৭৬ জন। অন্যদিকে ইতালিতে করোনায় মৃত্যু হয়েছে ৩৩ হাজার ৩৪০ জনের। দেশটি রয়েছে তৃতীয় স্থানে। ব্রাজিলে এই পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৪ লাখ ৯৯ হাজার ৯৬৬ জন। ব্রাজিলের সামনে রয়েছে শুধু যুক্তরাষ্ট্র। মার্কিন মুল্লুকে আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ১৬ হাজার ৮২০।

Share.