ডেস্ক রিপোর্ট: চীনের কোম্পানি সিনোভ্যাকের তৈরি করোনা ভ্যাকসিনের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে ব্রাজিলে। সম্প্রতি সিনোভ্যাকের টিকা প্রয়োগ বাধ্যতামূলক করে নির্দেশনা জারি করে ব্রাজিল সরকার। এর প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ করেছে সাধারণ মানুষ। ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী গত মাসের শেষ দিকে সিনোভ্যাকের সাড়ে চার কোটি টিকা কেনার ঘোষণা দেন। এরপর গেল রোববার সাও পাওলোর প্রধান বাণিজ্যিক এলাকা এবং রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত বিক্ষোভে ৩০০ মানুষ অংশ নেয়। বিক্ষোভকারীরা বলছেন, সাও পাওলোর গভর্নর চীনের দূতের দায়িত্ব পালন করছেন। তিনি মানুষের ইচ্ছার বিরুদ্ধে চীনের টিকা চাপিয়ে দিতে চাইছেন। এমনটি বিশ্বের আর কোথাও ঘটেনি। এমনকি চীনেও না। সিনোভ্যাকের টিকার কোনো বিশ্বাসযোগ্যতা নেই বলেও দাবি করেন বিক্ষোভকারীরা। সিনোভ্যাকের সঙ্গে যৌথভাবে টিকা তৈরির কাজ করছে ব্রাজিলের বুয়াটানটান ইনস্টিটিউট। দেশটিতে চীনের তৈরি টিকার তৃতীয় ধাপের পরীক্ষা প্রায় শেষ পর্যায়ে। ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১ লাখ ৬০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।
ব্রাজিলে চীনের টিকা বিরোধী বিক্ষোভ
0
Share.