ডেস্ক রিপোর্ট: ব্রাজিলের সাও পাওলো রাজ্যে ভয়াবহ ঝড়ের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৩৬ জন নিহত হয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে তথ্যটি নিশ্চিত করেছে। ঘটনায় আরও কয়েক ডজন লোক নিখোঁজ রয়েছে এবং মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা বলছেন, তারা বন্যাকবলিত বাড়িতে আটকে পড়া কয়েকজনকে কাদা থেকে জীবিত উদ্ধার করার আশা করছেন। ঘটনার ভিডিওতে দেখা গেছে আশেপাশের এলাকাগুলো পানির নিচে, মোটরওয়ে প্লাবিত এবং ভেসে যাচ্ছে ঘরবাড়ির ধ্বংসাবশেষ। ইতোমধ্যে বেশ কয়েকটি শহরে কার্নিভাল উদযাপন বাতিল করা হয়েছে। উপকূলীয় শহর সাও সেবাস্তিয়াওতে ২৪ ঘণ্টায় ৬২৭ মিমি বৃষ্টিপাত হয়েছে যা মাসের জন্য প্রত্যাশিত পরিমাণের দ্বিগুণ। শহরের মেয়র ফেলিপ অগাস্ট বলেছেন, পরিস্থিতি বিশৃঙ্খল ছিল। আমরা এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ পরিমাপ করতে পারিনি। আমরা ক্ষতিগ্রস্তদের উদ্ধারের চেষ্টা করছি।’ প্রায় ৫০টি বাড়ি ধসে গেছে এবং ভেসে গেছে। পরিস্থিতি অত্যন্ত সংকটজনক রয়ে গেছে। রাজ্য সরকার সাও সেবাস্তিয়াও এবং উবাতুবাতে অন্তত ৩৫ জনের মৃত্যুর খবর দিয়েছে। এছাড়াও শত শত বাসিন্দা বাস্তুচ্যুত ও উচ্ছেদ হয়েছে। বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা ফলহা দে সাও পাওলো পত্রিকাকে বলেছেন, ‘দুর্ভাগ্যবশত, আমাদের আরও অনেক মৃত্যু হতে চলেছে।’ রাজ্যের গভর্নর টারসিসিও ডি ফ্রেইতাস বলেছেন, তিনি দুর্যোগ ত্রাণ সহায়তার জন্য ১০ লাখ ৫০ হাজার ডলার সমমানের তহবিল ছেড়েছেন। লাতিন আমেরিকার সান্তোসের বৃহত্তম বন্দরটিও বন্ধ করে দেওয়া হয়েছে কারণ বাতাসের গতিবেগ ৫৫ কিমি/ঘণ্টা অতিক্রম করেছে এবং ঢেউ এক মিটারেরও বেশি বেড়েছে। প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা সোমবার পরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন। টুইটারে একটি পোস্টে, তিনি যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি তার সমবেদনা পাঠিয়েছেন এবং স্বাস্থ্যসেবা ও উদ্ধারকারী দল সরবরাহের জন্য কর্তৃপক্ষকে একত্রিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রেসিডেন্ট লুলা লিখেছেন, ‘আমরা সরকারের সকল স্তরকে একত্রিত করতে যাচ্ছি এবং সমাজের সংহতিসহ, আহতদের চিকিৎসা, নিখোঁজদের সন্ধান, মহাসড়ক পুনরুদ্ধার, বিদ্যুৎ সংযোগ এবং এই অঞ্চলে টেলিযোগাযোগ ব্যবস্থাও জড়ো করব।’ এই অঞ্চলে আরও ভারী বৃষ্টিপাত প্রত্যাশিত, জরুরি দলগুলির জন্য পরিস্থিতি আরও খারাপ করার ঝুঁকিও রয়েছে৷ জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে বন্যার মতো চরম আবহাওয়ার ঘটনাগুলি আরও সাধারণ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। গত বছর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর পেট্রোপলিসে প্রবল বৃষ্টিতে ২৩০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছিল।
ব্রাজিলে ভয়াবহ ঝড়ের সৃষ্ট বন্যা ও ভূমিধসে নিহত-৩৬
0
Share.