ব্রাহ্মণবাড়িয়ায় কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের মধ্যে রান্না করা খাবার বিতরণ

0

বাংলাদেশ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে এসে কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের মধ্যে ঈদুল ফিতর উপলক্ষে রান্না করা খাবার দেওয়া হয়েছে। আজ শুক্রবার দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের টি এ রোডসহ বিভিন্ন কোয়ারেন্টিন সেন্টারে থাকা ২৫২ জনকে এসব খাবার পৌঁছে দেন জেলা প্রশাসক হায়াত-উদ দৌলা খান।এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া, জেলা প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সহসভাপতি পীযূষ কান্তি আচর্য্যসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভারত থেকে আগত যাত্রীদের মাধ্যমে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট বাংলাদেশে যাতে প্রবেশ করতে না পারে সেজন্য সীমান্ত দিয়ে আসা প্রত্যেকের কোয়ারেন্টিন নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি সীমান্তেও রয়েছে কড়া নজড়দারি। এছাড়া কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিরা যাতে পবিত্র এই দিনে তাদের পরিবারের অভাব অনুভব না করে সেজন্য তাদের সঙ্গে দেখা করে উন্নত মানের খাবার পৌঁছে দেওয়া হয়েছে।

Share.