বুধবার, জানুয়ারী ২২

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবির ঘটনায় মামলা, গ্রেফতার ৫

0

ঢাকা অফিস: ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবির ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। শনিবার দুপুরে মৃতের পরিবারের সদস্য বিজয়নগর উপজেলার গেরারগাঁও গ্রামের আব্দুল হাসিমের ছেলে মো. সেলিম মিয়া বাদী হয়ে বিজয়নগর থানায় মামলাটি করেন। এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন নৌকার মাঝি সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের শোলা বাড়ি গ্রামের আলী আফজলের ছেলে জমির মিয়া, একই গ্রামের আব্দুল করিমের ছেলে মো. রাসেল, মো. কাশেম মিয়ার ছেলে খোকন মিয়া, আশরাফ আলীর ছেলে মো. সোলায়মান, বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের কালারটেক গ্রামের হাজী তালেব হোসেনের ছেলে মিস্টু মিয়া।এছাড়া বাকি দুইজনসহ অজ্ঞাতনামা আসামিদের গ্রেফতারের অভিযানে নেমেছে পুলিশ। মামলার বিষয়টি নিশ্চিত করে এসপি মোহাম্মদ আনিসুর রহমান জানান, বিজয়নগর উপজেলার চম্পক নগর ইউনিয়নের গেরাগাঁও গ্রামের মো. সেলিম মিয়া বাদী হয়ে দায়ী নৌযান চালকসহ সাতজন মাঝিমাল্লার নাম উল্লেখ করে শনিবার দুপুরে মামলাটি করেন। এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। দুর্ঘটনা কবলিত নৌযানটি উদ্ধারে পুলিশের পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে। এখন পর্যন্ত ২২ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

Share.