ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ‘নির্বোধ’ বললেন ভন

0

ডেস্ক রিপোর্ট: বিনোদনের খাতিরে একটু-আধটু টেনিস ও গলফ খেলার ছাড়পত্র দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। কিন্তু অপেশাদার ক্রিকেট এখনো মাঠের বাইরে রেখেছেন তিনি। এ নিয়ে দেশের প্রধানমন্ত্রীর ওপর চটেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন।করোনা ভাইরাস মহামারি এখনো কাটেনি। শুরুতে সব খেলা স্থগিত রেখেছিলেন জনসন। ধীরে ধীরে অন্যান্য দেশের মতো ব্রিটেনেও কিছু খেলা মাঠে ফেরানোর ছাড়পেত্র দেওয়া হয়েছে। সেদিক থেকে অপেশাদার ক্রিকেটের সঙ্গে সুবিচার করা হয়নি বলেই মনে করছেন বর্তমানের ধারাভাষ্যকার ও বিশ্লেষক ভন। সময় কাটানোর জন্য অপেশাদার পর্যায়ে টেনিস ও গলফ খেলা ফিরিয়েছেন জনসন। ভনের প্রশ্ন তাহলে অপেশাদার ক্রিকেটে দেরি কেন?ভনের টুইট, ‘হাত জীবাণুমুক্ত রাখার তরল সব ক্রিকেটারের পকেটে…প্রতিবার বল করার আগে হাতটা জীবাণুমুক্ত করতে হবে…খুব সহজ ব্যাপার। বিনোদনমূলক ক্রিকেট ৪ জুলাই থেকে খেলা উচিত। এটা না ফেরানোটা নির্বোধের মতো কাজ।’ভনের এ কথা মূলত জনসনকে তাক করে। এর আগে ব্রিটেনের সংসদে পানশালা ও রেঁস্তোরায় করোনাভাইরাস আইন শিথিল করার কথা বলেন তিনি। সেই প্রসঙ্গে উঠে এসেছিল ক্রিকেটও, ‘ক্রিকেটকে আরও ভালো করে কোভিড মুক্ত রাখতে কাজ করছি আমরা। কিন্তু এটার বিধিনিষেধ এখনো পাল্টানো সম্ভব হয়নি।’কনজারভেটিভ পার্টির এমপি গ্রেগ ক্লার্ক ক্রিকেট ফেরানোর ব্যাপারে মঙ্গলবার জানতে চেয়েছিলেন জনসনের কাছে। ক্লার্ক বলেন, ‘ক্রিকেটই সম্ভবত সবচেয়ে বেশি সামাজিক দূরত্বে আছে।’ জনসন জবাব দেন, ‘ক্রিকেটের সমস্যাটা সবাই জানে। বলটা প্রাকৃতিকভাবেই সংক্রমণ ছড়ানোর মাধ্যম। এই মুহূর্তে আমরা ক্রিকেটকে আরও ভালোভাবে কোভিড মুক্ত রাখতে কাজ করছি।

Share.