মঙ্গলবার, ডিসেম্বর ২৪

ব্রিটেনজুড়ে এটিএম বুথে প্রতারণার নতুন ফাঁদ ‘চুম্বক ক্যামেরা’

0

ডেস্ক রিপোর্ট: ব্রিটেনজুড়ে এটিএম ক্যাশ বুথ থেকে অভিনব উপায়ে গ্রাহকদের অর্থ চুরি করে নিচ্ছে প্রতারকরা। ক্যাশ মেশিনগুলোতে সিসিটিভি ক্যামেরা ও নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার সুযোগে হাজার হাজার গ্রাহকের এটিএম কার্ডের পিন নাম্বারসহ কার্ডের সব তথ্য চুরি করে নিচ্ছে তারা। এর আগে কি-বোর্ডের উপরে কি-বোর্ড বসানোর কথা জানা গেলেও এবার চুম্বকের সাহায্যে ক্যামেরা বসানোর কথা সামনে এসেছে। অতীতে বিভিন্ন সময়ে ক্যাশ মেশিনের কি-বোর্ডের উপর হালকা আস্তরনের আরেকটি কি-বোর্ড বসিয়ে কার্ড ব্যবহারকারীদের তথ্য হাতিয়ে নিতো প্রতারকরা। এই সপ্তাহে ব্রিটেনের বাংলাদেশি অধ্যুষিত শহর লুটনে গ্যালাক্সি সেন্টারের পাশের একটি ক্যাশ মেশিনে গোপন ক্যামেরা বসিয়ে গ্রাহকদের তথ্য চুরির আরেক অভিনব প্রতারণার সন্ধান পেয়েছেন এক ব্রিটিশ বাংলাদেশি। নাম পরিচয় প্রকাশ না করার শর্তে তিনি জানান, লুটনের ক্যাশ মেশিনটিতে টাকা তুলতে গিয়ে উপরে চুম্বকের সাহায্যে আটকানো একটি ধাতব বস্তু হঠাৎ তার চোখে পড়ে। মেশিনের রঙের সঙ্গে চুম্বকে আটকানো ধাতব বস্তুটি হুবহু হওয়ার কারণে এটিকে ক্যাশ মেশিনের অংশ বলেই মনে হয়। কিন্তু কৌতুহলবশত ধাতব বস্তুটিতে হাত দিয়ে দেখতে পান ভেতরে গোপন ক্যামেরা লাগানো আছে। গোপন ক্যামেরাটিতে ওই ক্যাশ মেশিন ব্যাবহারকারীদের কার্ডের সব তথ্য ধারণ হচ্ছিল।পরে প্রতারকরা কার্ডের তথ্য ব্যবহার করে গ্রাহকদের টাকা তুলে নিত। লুটনের আরও এক বাসিন্দা জানান, প্রায়ই অ্যাকাউন্ট থেকে হাজার পাউন্ড গায়েবের ঘটনা ঘটছে। সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে অভিযোগ দেওয়ার পর ব্যাংক তদন্ত করে অনেক সময় টাকা ফেরত দিলেও তা সময়সাপেক্ষ। অনেক সময় আবার টাকা ফেরত পাওয়া যায় না। এতে প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। ফাইন্যান্সিয়াল ফ্রড অ্যাকশন ইউকে (এফএফএ) সম্প্রতি এক বিবৃতিতে ক্যাশ বুথগুলোতে প্রতারণা ঠেকাতে ব্যবহারকারীদের কার্ড ব্যবহারের আগে সেখানে আলাদা কোনও কি-বোর্ড সংযুক্ত রয়েছে কিনা এবং চারপাশে কোনও ক্যামেরা বসানো কিনা তা দেখে নিতে গ্রাহকদের আরও সতর্ক হওয়ার অনুরোধ জানিয়েছে।

Share.