রবিবার, নভেম্বর ২৪

ব্রিটেনের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৪৩ ডিগ্রি সেলসিয়াস

0

ডেস্ক রিপোর্ট: তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে ইউরোপ। ব্রিটেনের ইতিহাসে এই প্রথম তাপপ্রবাহের কারণে ‘রেড এলার্ট’ জারি করা হয়েছে। যুক্তরাজ্যে সোমবার (১৮ জুলাই) তাপমাত্রা রেকর্ড ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াসে। মঙ্গলবার দেশটির তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। এমনই পূর্বাভাস দিয়েছে যুক্তরাজ্যের আবহাওয়া অফিস। এর আগে তীব্র তাপপ্রবাহের কারণে যুক্তরাজ্যজুড়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়। সোমবার (১৮ জুলাই) ও মঙ্গলবার (১৯ জুলাই) লন্ডন, ম্যানচেস্টার ও ইয়র্ক এলাকার জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে বলে জানা গেছে। যুক্তরাজ্যের আবহাওয়া বিভাগ জানিয়েছে, দেশটিতে তাপমাত্রা ক্রমশ বাড়ছে। গত সোমবারও দেশটির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস। তবে মঙ্গলবার দেশটির তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে।যুক্তরাজ্যের আবহাওয়া বিভাগের প্রধান নির্বাহী অধ্যাপক পেনেলোপ এন্ডারসবি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘সম্ভবত আমরা যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে উষ্ণ দিন দেখতে যাচ্ছি সোমবার কিন্তু মঙ্গলবার এই তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে।’ পেনেলোপ এন্ডারসবি আরও বলেছেন, ‘এখন তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস থাকলেও কিছু কিছু স্থানে তা ৪৩ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। তবে আমরা আশা করছি তাপমাত্রা সেই অবধি পৌঁছাবে না।’  এর আগে, গত রোববার যুক্তরাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস। এরই মধ্যে দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, স্কটল্যান্ড ও ওয়েলসে জারি করা সতর্কতা আগামী মঙ্গলবার পর্যন্ত বাড়ানো হয়েছে। রাজধানীতে যাত্রীদের প্রয়োজনীয় ভ্রমণ ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে ট্রান্সপোর্ট ফর লন্ডন।  বুধবার পর্যন্ত একই পরিস্থিতি বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিরা। আবহাওয়া অফিস বলছে, জীবনের ঝুঁকি এড়াতে দৈনন্দিন রুটিন পরিবর্তন করতে হবে। এমন পরিস্থিতিতে রেল চলাচলে গতি কমানো, স্কুলের সময়সীমা কমিয়ে আনা ও হাসপাতালগুলোতে বেশ কিছু এপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে। আবহাওয়ার অফিসের সতর্কবার্তার পর যুক্তরাজ্যের স্বাস্থ্যবিষয়ক নিরাপত্তা সংস্থাগুলো সতর্কতা জারি করেছে। গরমে মানুষ অসুস্থ হওয়ার পাশাপাশি মৃত্যুও হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া দপ্তর তাদের ওয়েবসাইটে আগেই জানিয়েছিল, ‘সোমবার এবং মঙ্গলবারও মাত্রাতিরিক্ত, সম্ভবত রেকর্ডভাঙা তাপমাত্রা দেখা যেতে পারে।’ উল্লেখ্য, যুক্তরাজ্যে এর আগে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছিল ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।  এদিকে, যুক্তরাজ্যের মতো আরও বেশ কয়েকটি দেশেই দাবদাহ চলছে। গত বৃহস্পতিবার পর্তুগালের মধ্য ও উত্তরাঞ্চলের পাঁচটি এলাকায় ৪৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা জুলাই মাসের মধ্যে সর্বোচ্চ। গত শুক্রবার দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। আগামী সপ্তাহে তাপমাত্রা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। গত বৃহস্পতিবার স্পেনে ৪৫.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

Share.