শনিবার, নভেম্বর ২৩

ব্রিটেনে নিয়ন্ত্রণের বাইরে করোনা সংক্রমণ, দোটানায় সরকার

0

ঢাকা অফিস: করোনা ভাইরাসে বিপর্যস্ত দেশগুলোর মধ্যে মৃতের সংখ্যার দিক দিয়ে এই মুহূর্তে চতুর্থ অবস্থানে ব্রিটেন। শুধু তাই নয়, এখনো নিয়ন্ত্রণের বাইরেই রয়ে গেছে সংক্রমণের হার। আর তাই করোনা রুখতে কার্যকর পরিকল্পনা নিয়ে দোটানায় ব্রিটিশ সরকার।
ব্রিটেনে কোভিড নাইনটিনে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে তিন লাখ। লকডাউন শিথিল নিয়ে সরকারের নেয়া একের পর এক পরিকল্পনাও ভেস্তে যাচ্ছে। আর তাই অনেক সিদ্ধান্ত থেকেই সরে আসতে বাধ্য হচ্ছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। এর মধ্যেই, তীব্র দাবদাহ যেন ‘মরার ওপর খাড়ার ঘা’ হয়ে দেখা দিয়েছে ব্রিটেনবাসীর সামনে। প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে তাই সমুদ্র সৈকতগুলোতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। নেই স্বাস্থ্যবিধির বালাইটুকু। ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে স্থানীয় প্রশাসন। পাশিাপাশি পানশালা ও রেষ্টুরেন্টগুলোতেও বেড়েছে ভীড়। ফলে দেখা দিয়েছে সংক্রমণ বাড়ার আশঙ্কা।ব্রিটেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশি বলেন, সামাজিক দূরত্বটা অনেকে অনেকভাবে মেনে চলে না। যার ফলে সংক্রমণ হওয়ার সম্ভাবনে বেড়ে যাচ্ছে। ব্রিটেনে বসবাসরত আরেক প্রবাসী বাংলাদেশি বলেন, করোনা পরিস্থিতি আরও খারাপ হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। সেই পরিস্থিতিকে মোকাবিলার জন্য সরকার কি ধরণের পদক্ষেপ  নিবে সরকারেই হিমশিম খাচ্ছে। এদিকে, ব্রিটিশ সরকারের নেয়া পরিকল্পনার সমালোচনা করেছেন দেশটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তাও।

Share.