ব্রেক্সিটের সময়সীমা বাড়াতে সম্মত ইউরোপীয় ইউনিয়ন

0

ডেস্ক রিপোর্ট: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মুখপাত্র মিনা আন্ড্রিভা বলেছেন, ব্রেক্সিটের সময়সীমা বাড়াতে সম্মত হয়েছেন ইইউ রাষ্ট্রদূতরা। শুক্রবার (২৫ অক্টোবর) ব্রাসেলসে এক বৈঠকে বিলম্বিত ব্রেক্সিটের মূলনীতির বিষয়ে একমত হন তারা। তবে কবে ব্রেক্সিট কার্যকর হবে তার তারিখ নির্ধারিত হয়নি। ব্রেক্সিট ইস্যুতে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়ে চলতি বছরের মে মাসে ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগের ঘোষণা দেন থেরেসা মে। তিনি সরে দাঁড়ানোর পর ব্রিটিশ প্রধানমন্ত্রী নির্বাচিত হন কট্টর ব্রেক্সিটপন্থী বরিস জনসন। আগামী ৩১ অক্টোবর নির্ধারিত সময়ের মধ্যে ব্রেক্সিট বাস্তবায়নের ঘোষণা দেন তিনি। প্রয়োজনে চুক্তিহীন ব্রেক্সিট বাস্তবায়নেরও ইঙ্গিত দেন জনসন। পরে ইউরোপীয় ইউনিয়নের কাছে ব্রেক্সিট কার্যকরের সময় বাড়াতে আবেদন করে যুক্তরাজ্য। ব্রেক্সিটের সময়সীমা বাড়াতে যুক্তরাজ্যের আবেদনের পর এ নিয়ে শুক্রবার আলোচনায় বসেন ২৭ দেশের রাষ্ট্রদূতরা।  আলোচনার পর ইইউ’র এক কর্মকর্তা জানিয়েছেন, ‘সপ্তাহের শেষ দিন পর্যন্ত আলোচনা চলবে। রাষ্ট্রদূতরা আশা করছেন, চুক্তিটি (ব্রেক্সিট সংক্রান্ত) সম্পন্ন করতে আগামী সপ্তাহের সোম বা মঙ্গলবার আবারও বৈঠক করবেন তারা।’ তবে ওইটা করতে নেতাদের বিশেষ অধিবেশন আহ্বান করবে না ইইউ। ইইউ’র এক সিনিয়র কূটনীতিক বলেন, ‘আমরা আলোচনা চালিয়ে যাব।’

Share.