ব্লকে লেনদেন ৩০ কোটি টাকা

0

ঢাকা অফিস: সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ১৭টি কোম্পানির ৩০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।ডিএসই সূত্রে জানা গেছে, রবিবার ব্লক মার্কেটে ১৭টি কোম্পানি এক কোটি ১৩ লাখ ৩২ হাজার ৯৫৫টি শেয়ার হাতবদল করে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ব্লক মার্কেটে ৩০ কোটি ৬৮ লাখ সাত হাজার টাকার লেনদেন হয়েছে।কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন করেছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্রান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এদিন কোম্পানিটি ১০ কোটি ৭৮ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন করে। আইএফআইসি ব্যাংক লিমিটেড ১০ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। তৃতীয় সর্বোচ্চ বেশি লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড। এদিন কোম্পানিটি দুই কোটি ২৩ লাখ ৮৫ হাজার টাকার লেনদেন করে।এছাড়াও বিডি ফাইন্যান্স লিমিটেড ৮৬ লাখ টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ৭১ লাখ টাকার, ডিবিএইচ লিমিটেড পাঁচ লাখ টাকার, ই-জেনারেশন লিমিটেড ১৭ লাখ পাঁচ হাজার টাকার, জিবিবি পাওয়ার লিমিটেড ২৪ লাখ ৯৪ হাজার টাকা, জেনারেশন নেক্সট লিমিটেড ৬০ লাখ ৯১ হাজার টাকার, গ্রামীণ ফোন লিমিটেড ৬৭ লাখ ৪০ হাজার টাকা, নাহীক্যাপ লিমিটেড পাঁচ লাখ চার হাজার টাকার, এসইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৩৩ লাখ ১১ হাজার টাকার, এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৫৩ লাখ টাকা, রবি আজিয়াটা লিমিটেড এক কোটি ৫৫ লাখ ৮৪ হাজার টাকা, সিঙ্গার বিডি লিমিটেড ৫৯ লাখ ১৫ হাজার টাকা, এসকে ট্রিমস লিমিটেড ৩৯ লাখ দুই হাজার টাকা এবং ট্রস্ট ব্যাংক লিমিটেড ১৬ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন করেন।

Share.