বড়দিন আয়োজনে ব্যস্ত অস্ট্রেলিয়া

0

ডেস্ক রিপোর্ট: ভিন্ন চিত্র অস্ট্রেলিয়ায়। করোনা মহামারির কারণে বিশ্বজুড়ে যেখানে ভাটা পড়েছে উৎসব আয়োজনে, সেখানে বড়দিন আয়োজনে ব্যস্ত অস্ট্রেলিয়া। করোনাভাইরাস নিয়ন্ত্রণে থাকায় স্বাভাবিক সময়ের মতোই এবারো বড়দিন আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন দেশটির সাধারণ মানুষ। এর ফলে নিজেদের ভাগ্যবান মনে করছেন তারা। করোনাভাইরাসের শৃঙ্খলে বদ্ধ পুরো বিশ্ব। কিন্তু অস্ট্রেলিয়ার অন্যান্য শহরের মতো সিডনির চিত্র পুরোই ভিন্ন। করোনা ঠেকাতে বিভিন্ন দেশ যখন দ্বিতীয় দফায় কঠোর লকডাউনের পথে হাঁটছে, ঠিক তখন বড়দিন উপলক্ষে দল বেঁধে শপিংমলের পথে সাধারণ অস্ট্রেলিয়ানরা। স্থানীয় এক নারী বলেন, ‘এটা সত্যিই আনন্দের। আমরা জানতাম না যে শপিং মলে যেতে পারবো কি-না। ভেবেছিলাম হয়তো অনলাইনেই কেনাকাটা সারতে হবে। কিন্তু আমি নিজেই দোকানে আসতে পেরেছি।’এমন পরিস্থিতিতে নিজেদের ভাগ্যবান মনে করছেন অস্ট্রেলিয়ার সাধারণ মানুষ। একইসঙ্গে করোনাভাইরাস সামাল দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানান তারা।আরেক নাগরিক বলেন, ‘সত্যিই ভাগ্যবান। আমি যখন বিশ্বের অন্যান্য দেশের দিকে তাকাই, তখন সরকারের প্রতি কৃতজ্ঞবোধ করি। সবাই যখন লকডাউন দিচ্ছে, আমরা তখন স্বাভাবিক সময়ের মতো শপিং মলে ব্যস্ত। এটা অসাধারণ।’তবে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দিচ্ছেন দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তারা। তাদের মতে, শুরু থেকেই সচেতনতার ফল পাচ্ছে সাধারণ অষ্ট্রেলিয়ানরা। কিন্তু যে কোন মুহূর্তে মহামারি মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলেও সতর্ক করেছেন তারা।

Share.