বুধবার, জানুয়ারী ২২

বড়শিতে ধরা পড়ল ১২ কেজির রুই

0

ঢাকা অফিস: পদ্মা নদীতে সৌখিন মাছ শিকারির বড়শিতে ধরা পড়েছে ১২ কেজি ওজনের একটি রুই মাছ। বুধবার সন্ধ্যায় রাজবাড়ী সদর উপজেলার গোদারবাজারঘাট থেকে রবিন নামে ও শিকারির বড়শিতে মাছটি ধরা পড়ে।সৌখিন মাছ শিকারি রবিন বলেন, অনেকদিন ধরেই গোদারবাজারের পদ্মায় শখের বসে মাছ ধরছি। বুধবার দুপুরের দিকে এলাকার ছোট ভাই হুছাইনকে নিয়ে পদ্মায় মাছ শিকারে যাই। বড়শি ফেলে দুজনে অনেকক্ষণ বসে থাকি। সন্ধ্যায় বড়শিটি জোরে টান পড়লে বুঝতে পারি বড় কোনো মাছ ধরা পড়েছে। ১৫ মিনিট সময় নিয়ে বড়শিটি ওঠালে দেখি বড় একটা রুই। এত বড় রুইমাছ বড়শিতে ধরবে কোনোদিন কল্পনাও করিনি।রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, বর্তমান নদীতে নানা প্রজাতির বড় মাছ ধরা পড়ছে। ১২ কেজি ওজনের রুই মাছ নদীতে খুব একটা পাওয়া যায় না বলেও জানান তিনি।

Share.