বড় জয়ের পথে বাংলাদেশ

0

স্পোর্টস ডেস্ক:  এক দিনে দুই সেঞ্চুরি, দুই অর্ধশতক, সঙ্গে ৬৬১ রানের পাহাড়সম লিড। বড় লক্ষ্য ছুড়ে দিয়ে বোলিং করতে নেমে শুরুতেই জোড়া উইকেট তুলে নেয় স্বাগতিক বাংলাদেশ। তৃতীয় দিন শেষে দুই উইকেট হারিয়ে সফরকারী আফগানিস্তানের সংগ্রহ ৪৫ রান। জয়ের জন্য এখনও দুই দিনে ৮ উইকেট হাতে থাকা আফগানদের প্রয়োজন ৬১৭ রান। আলোক স্বল্পতার কারণে ২০ ওভার বাকি থাকতেই শেষ করা হয় দিনের খেলা। পাহাড়সম লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় আফগানিস্তান। শরিফুল ইসলামের বলে এলবিডব্লিউ হন ইব্রাহিম জাদরান। পরের ওভারে তাসকিন আহমেদের পঞ্চম বলে আরেক ওপেনার আব্দুল মালিক ধরা পড়েন লিটন দাসের গ্লাভসে। ৫ রান করেন তিনি। ৭ রানে দুই ওপেনারকে হারিয়ে সাবধানী খেলতে থাকে আফগানরা। এরপর আফগানদের জন্য বড় ধাক্কা হয়ে আসে অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদির মাঠ ছাড়া। তাসকিন আহমেদের বাউন্সার সরাসরি তার হেলমেটে লাগে। হাশমতউল্লাহ পড়ে যান সঙ্গে সঙ্গেই। দৌড়ে ছুটে আসেন আফগান দলের ফিজিও। একপর্যায়ে স্ট্রেচারও ডাকেন আফগান ফিজিও। তবে সেটির প্রয়োজন পড়েনি। উঠে দাঁড়িয়ে হেঁটেই মাঠ ছাড়েন শাহিদি।এর আগে নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের দুর্দান্ত দুই সেঞ্চুরি আর জাকির হাসান ও লিটন দাসের দুই অর্ধশতকে ভর করে ৪২৫ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। আর সেই সুবাদে আফগানিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ৬৬২ রানের।

Share.