ডেস্ক রিপোর্ট: ভয়াবহ ভূমিকম্প। একের পর মরদেহ। প্রাণহানি ৩৬ হাজার ছাড়াল। ভূমিকম্পে নিহতের সংখ্যা দ্রুত বেড়ে যাওয়ার পেছনে ভবন নির্মাণকারীদের দায় দেখছে তুরস্ক সরকার। এমন অবস্থায় ভবন নির্মাণে জড়িতদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান শুরু করেছে দেশটি। এদিকে গত ৬ ফেব্রুয়ারি ভোররাতে ৭.৮ মাত্রার ভূমিকম্পের ৯ দিন পার হয়েছে। তুরস্ক ও সিরিয়া মিলিয়ে ৩৬ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে তুরস্কে মৃতের সংখ্যা ৩১ হাজার ৬৩৪ জনে পৌঁছেছে। আর সিরিয়ায় নিহত হয়েছে ৪ হাজার ৫৭৪ জন। এদিকে তুরস্কে এখনো ধ্বংসস্তূপের নিচে অনেকেই চাপা পড়ে আছে বলে খবর দিচ্ছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। সময় যত গড়াচ্ছে তাদের বেঁচে থাকার সম্ভাবনাও ততই ফুরিয়ে আসছে। ফলে মৃতের সংখ্যা আরো বাড়বে বলেই ধারণা। ভূমিকম্প পরবর্তী উদ্ধারকাজে সরকারের অবহেলার অভিযোগও তুলছেন তুরস্কের নাগরিকরা। অভিযোগ স্বীকার করে তুর্কি প্রেসিডেন্ট ঘাটতি থাকার কথা জানিয়েছেন। উদ্ধার তৎপরতায় ধীরগতি ও কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার অভিযোগের মধ্যে কর্তৃপক্ষ ভবন ধসের ঘটনায় অন্তত ১৬৩ জনের বিরুদ্ধে তদন্ত করছে। এর মধ্যে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরো ৪৮ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ভবন নির্মাণে জড়িতদের ধরতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে তুরস্ক
0
Share.